Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার তিন সন্তান নীতিতে চীন

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মে ২০২১ ১৬:০৭

চীনে এখন থেকে সর্বোচ্চ তিনটি পর্যন্ত সন্তান নিতে পারবেন দম্পতিরা। দেশটিতে জন্মহার কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিলো বেইজিং। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়ার খবরে এ তথ্য জানা গেছে।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন। এর আগে ২০১৬ সালে একই কারণে কয়েক দশক পুরনো এক সন্তান নীতি থেকে বেরিয়ে আসে চীন। সে বছর থেকে যেকোনো দম্পতি সর্বোচ্চ দুটি সন্তান নিতে পারতেন। এবার তিন সন্তান নেওয়ার অনুমতি দিলো দেশটি।

শিনহুয়ার খবরে জানা গেছে, সর্বশেষ এ সিদ্ধান্তটি চীনের কমিউনিস্ট পার্টির পলিটিবুরোতে অনুমোদন দেন প্রেসিডেন্ট শি জিনপিং।

শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, শি জিনপিং পলিটিব্যুরোর ওই সভায় বলেন, নীতি পরিবর্তনের এই সিদ্ধান্তটি আমাদের দেশের জনসংখ্যা কাঠামো উন্নত করার জন্য সহায়ক ভূমিকা পালন করবে।

চলতি মাসে চালানো এক আদমশুমারিতে চীনে জন্ম হারের আশঙ্কাজনক ধীরগতির চিত্র উঠে আসে। গত বছর চীনে এক কোটি ২০ লাখ শিশু জন্ম নিয়েছে। পঞ্চাশের দশকের পর এই প্রথম এতো কম শিশু জন্ম নিয়েছে চীনে।

তবে এর আগে দুই সন্তান নীতি গ্রহণের পরেও চীনে সন্তান জন্মহার বাড়েনি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। দেশটির এক অর্থনীতিবিদ হাও ঝউ বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, যদি সন্তান জন্মদিন নীতি শিথিল করলেই তা কাজে আসত, তাহলে দুই সন্তান নীতি যখন করা হলো তখনই ফল পাওয়া যেত। চীনে এখন তিন সন্তান কে নেবে? এখানে সন্তান লালনপালনের খরচ খুবই বেশি, এছাড়া দৈনন্দিন জীবনের চাপও অনেক। চীনের নতুন প্রজন্মের মাঝে সন্তান নেওয়ার আগ্রহ কমেছে।

সারাবাংলা/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর