Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩১ দিনে নিম্ন আদালতে ভার্চুয়ালি সাড়ে ৫১ হাজার আসামির জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মে ২০২১ ১৯:৪৯ | আপডেট: ৩১ মে ২০২১ ১৯:৫০

ঢাকা: করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী প্রবণতায় উদ্ভূত পরিস্থিতিতে সারাদেশের অধস্তন আদালতে গত ৩১ কার্যদিবসে ভার্চুয়াল শুনানি নিয়ে ৫১ হাজার ৫৮৪ জন কারাবন্দি আসামি জামিনে মুক্তি পেয়েছেন। এর মধ্যে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৭৫৯ জন।

সোমবার (৩১ মে) সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রোববার (৩০ মে) সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৩ হাজার ৩৪৯টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ১ হাজার ৬৭৯ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন। এ সময় ৬৭ জন শিশু জামিনপ্রাপ্ত হয়ে মুক্ত হয়েছে।

তিনি আরও জানান, ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর গত ৩১ কার্যদিবসে সারাদেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৯৮ হাজার ১৮৯টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ৫১ হাজার ৫৮৪ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন। এর মধ্যে শিশু ছিল ৭৫৯ জন।

গত ১২ এপ্রিল (সোমবার) থেকে করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্তের শুনানি শুরু হয়।

সারাবাংলা/কেআইএফ/এমও

জামিন নিম্ন আদালত ভার্চুয়াল শুনানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর