Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেমেরোভোয় অগ্নিকাণ্ড : দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি


২৭ মার্চ ২০১৮ ১৮:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

রাশিয়ার কেমোরোভো শহরের একটি শপিং মলে অগ্নিকাণ্ডে ৬৪ জন নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ রাশিয়ান নাগরিকরা।

মঙ্গলবার কেমোরোভোর স্থানীয় সরকারের কার্যালয়ের সামনে প্রায় তিন শ মানুষ বিক্ষোভ করে দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের চাকরিচ্যুত করার দাবি জানান। সে সময় তাদের হাতে ধরা প্লাকার্ডগুলোতে লেখা ছিলো, এই দুর্ঘটনার জন্য মূলত দায়ী কে? মৃতের সঠিক সংখ্যাটি কতো? ইত্যাদি।

নিহত ৬৪ জনের মধ্যে ৪১ জনই শিশু। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘অপরাধমূলক অবহেলা’ বলে আখ্যা দিয়েছেন।

রাশিয়ান সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সির বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৮৫ জন নিখোঁজ রয়েছে। যাদের মধ্যে অধিকাংশই শিশু।

বিজ্ঞাপন

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় ওই ভবনের দ্রুত বের হওয়ার রাস্তা এবং ফায়ার অ্যালার্ম বন্ধ ছিলো। তবে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি বলেও জানিয়েছে ওই কর্মকর্তারা।

 

এ ছাড়া দুর্ঘটনায় নিহতদের স্মরণে বুধবার দেশব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট পুতিন।

এর আগে গত রোববার কেমোরোভো শহরের উইন্টার চেরি কমপ্লেক্স নামের শপিংমলে আগুন লাগে। সে সময় বেশিরভাগ লোক মলের ভেতরে সিনেমা দেখছিলেন। এ ঘটনায় ৬৪ জন মারা যায়।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর