Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩২ বছর পর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২১ ২২:৪৭

মো. খোরশেদ আলী মণ্ডল

কুড়িগ্রাম: ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে ৩২ বছর পর গ্রেফতার করেছে কুড়িগ্রামের চিলমারী থানা পুলিশ। তাকে টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৭ কিলোমিটার দূরবর্তী স্থান থেকে গ্রেফতার করা হয়। ওই পলাতক আসামি উপজেলার পুটিমারী কাজল ডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. খোরশেদ আলী মণ্ডল (৫৬)।

সোমবার (৩১ মে) সকালে থানায় নিয়ে আসার পর আদালতের মাধ্যমে আসামি খোরশেদ আলী মণ্ডলকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার (৩০ মে) তাকে টাঙ্গাইলের মধুপুর উপজেলার থেকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আল মাহমুদ হাসানের নির্দেশে চিলমারী থানার একটি টিম গত শনিবার (২৯ মে) চিলমারী থানা থেকে টাঙ্গাইলে যায়। পরদিন রোববার জেলার মধুমুর থানা থেকে ৭ কিলোমিটার দূরে অরন খোলা পুলিশ ফাঁড়ি এলাকা হতে আসামি খোরশেদ আলী মণ্ডলকে গ্রেফতার করা হয়।

আরও জানায়, মো. খোরশেদ আলী মণ্ডরে বিরুদ্ধে সিআর-৫৮/৮৭ (চিলমারী) ধারা: ৪০৬ পেনাল কোড এর বিচার শেষে গত ২০/১০/১৯৮৯ সালে আসামি মো. খোরশেদ আলী মণ্ডলকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন বিচারক মো. নুরুল ইসলাম। তিনি দীর্ঘদিন হতে পলাতক ছিলেন। প্রথমে তিনি চিলমারী থানা থেকে গাজীপুর জেলার ভোটমারী এলাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। পরে তিনি গাজীপুর বাইপাইল এলাকায় একটি রিকশার গ্যারেজ দিয়ে সেখানে সংসার পেতে ছিলেন। এভাবে দীর্ঘদিন সেখানেই তিনি স্ত্রী সন্তানসহ আত্মাগোপনে ছিলেন। পরে তিনি পেশা বদল করে টাঙ্গাইল জেলার মধুপুর থানার বেইড়বাধ ইউনিয়নে জলছত্র বাজারে চায়ের দোকান দেন।

বিজ্ঞাপন

পুলিশ আরও জানায়, এমতাবস্থায় চিলমারী থানা পুলিশের একটি টিম গতকাল রোববার টাঙ্গাইলের মধুপুর থেকে খোরশেদ আলী মণ্ডলকে গ্রেফতার করে। বিধি মোতাবেক তাকে মধুপুর থানা হতে আজ (সোমবার) সকালে চিলমারী থানায় নিয়ে আসার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি খোরশেদ আলী মণ্ডলকে ৩২ বছর পর আমরা টাঙ্গাইল জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। আজ (সোমবার) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনএস

৩২ বছর পর আসামি গ্রেফতার ৬ মাসের সাজা কুড়িগ্রাম চিলমারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর