হাইকোর্টে ভার্চুয়ালি ২১টি বেঞ্চ চালু হবে মঙ্গলবার
১ জুন ২০২১ ০০:৫৬
ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিকালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালানার জন্য ২১টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
এসব বেঞ্চ মঙ্গলবার (১ জুন) থেকে তার বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন। সোমবার (৩১ মে) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত আদেশ প্রকাশ করা হয়।
করোনার দ্বিতীয় আঘাতের শুরুতে গত এপ্রিলে বিধিনিষেধ আরোপের পর চারটি ভার্চুয়াল বেঞ্চ গঠন করেছিলেন প্রধান বিচারপতি। পরবর্তীতে ২২ এপ্রিল আরও দুটি বেঞ্চ গঠন করা হয়। এরপর ২৯ এপ্রিল আরও তিনটি বেঞ্চ যোগ করা হয়। এ ৯টি বেঞ্চের পাশাপাশি ২২ মে আরও ৭টি বেঞ্চ গঠন করা হয়।
এর ধারাবাহিকতায় আজ (সোমবার) প্রধান বিচারপতি নতুন এই আদেশ দেন। আদেশে হাইকোর্ট বিভাগে মোট ২১টি বেঞ্চ গঠনের নির্দেশনা দেন। এসব বেঞ্চে আগামীকাল মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনা করা হবে।
সারাবাংলা/কেআইএফ/এনএস