Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনানীতে খণ্ডিত লাশ উদ্ধার, ঘাতক স্ত্রী ৫ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুন ২০২১ ১৬:৫১ | আপডেট: ১ জুন ২০২১ ১৭:২৪

ঢাকা: বনানীতে স্বামী ময়না মিয়াকে ঘুমের ট্যাবলেট খাইয়ে অচেতন করে হত্যা করার পর ৬ টুকরো লাশ উদ্ধারের ঘটনার মামলায় ঘাতক প্রথম স্ত্রী ফাতেমা খাতুনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১ জুন) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা কাজী শরীফুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

গত ৩০মে রাত ৯টার দিকে রাজধানীর মহাখালী আমতলী সড়কের পাশে একটি নীল রঙের ড্রামের ভেতরে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি হাত-পা-মস্তকবিহীন অবস্থায় ছিল।

নিহত ওই ব্যক্তির নাম ময়না। দ্বিতীয় বিয়ে করায় স্বামী ময়না মিয়াকে ঘুমের ট্যাবলেট খাইয়ে অচেতন করে হত্যা করেন প্রথম স্ত্রী ফাতেমা খাতুন। পরে লাশ ছয় টুকরো করে বস্তায় ভরে মহাখালী এলাকার সড়কে ফেলে দেওয়া হয়।

ওই ঘটনায় ময়না মিয়াকে হত্যার ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী মোছা. ইাসরিন বনানী থানায় মামলাটি দায়ের করেন।

সারাবাংলা/এআই/এসএসএ

বনানীতে খন্ডিত লাশ উদ্ধার রিমান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর