Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুলের বারান্দা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২১ ১৭:৪৮

প্রতীকী ছবি

বরিশাল: উজিরপুরে স্কুলের বারান্দা থেকে পরিমল দাস (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুন) সকা‌লে এ মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে ময়নাতদ‌ন্তের জন্য মরদেহ ব‌রিশাল শের-ই বাংলা মেডিকেল (শেবা‌চিম) হাসপাতা‌ল ম‌র্গে পাঠানো হয়েছে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত পরিমল দাস পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা লক্ষণকাঠী গ্রামের মৃত গোপীনাথ দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প‌রিমলের উ‌জিরপু‌রে কোনো আত্মীয়-স্বজন ছি‌ল না। দীর্ঘ‌দিন ধ‌রে সে এই এলাকায় থে‌কে যখন যা কাজ পে‌তো তা কর‌তো। লস্করপুর স‌রকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়সহ যেখা‌নে পার‌তো সেখা‌নেই রা‌ত্রিযাপন কর‌তো। সোমবার গভীর রাতে উজিরপু‌রের লস্করপুর সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ের বারান্দায় প‌রিমল দা‌সের মরদেহ প‌ড়ে থাক‌তে দে‌খে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

সারাবাংলা/এসএসএ

বৃদ্ধের মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

শেরপুরে মাইক্রোবাসচাপায় নিহত ২
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৯

খুলনা মহানগর বিএনপির সম্মেলন সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৪

আরো

সম্পর্কিত খবর