ঢাকা: রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত দুই যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, মোবাইল ফোন, সোনার অলংকার ও মদ জব্দ করেছে ঢাকা কাস্টম হাউজ।
মঙ্গলবার (১ জুন) ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম ও এয়ারপোর্ট এ-শিফটের কর্মকর্তারা এই পণ্যগুলো আটক করেন।
ঢাকা কাস্টম হাউজ সূত্রে জানা গেছে, বিমানবন্দরে আমদানি নিয়ন্ত্রিত তামাক জাতীয় পণ্য, সোনা ও রাজস্ব ফাঁকি দেওয়া পণ্য আসবে বলে তথ্য পায় ঢাকা কাস্টম হাউজের কমিশনার। এর পরিপ্রেক্ষিতে চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দরের বিভিন্ন জায়গায় নজরদারি বাড়ানো হয়।
সকালে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের ই কে ৫৮৪ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে এই ফ্লাইটে আগত যাত্রীদের ওপর প্রিভেন্টিভ টিম ও এয়ারপোর্ট এ-শিফটের কর্মকর্তারা নজরদারি শুরু করেন। মো. রফিকুল ইসলাম ও মেহেদী হাসান নামে দুই যাত্রীর চলাফেরায় সন্দেহ হয়। পরে তাদের সঙ্গে আনা জিনিসপত্র তল্লাশি করা হয়।
কাস্টম হাউজ জানিয়েছে, দুই যাত্রীর কাছ থেকে আমদানি নিয়ন্ত্রিত এক লাখ ২৬ হাজার ৬০০ শলাকা ইজি ব্র্যান্ডের বিদেশি সিগারেট, ৮ পিস আইফোন, ২০০ গ্রাম সোনার অলংকার ও ৯ বোতল মদ আটক করা হয়। আটক পণ্যের আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা।
পাসপোর্ট অনুযায়ী দুই যাত্রীর বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। জব্দ করা পণ্যগুলোর বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।