Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাস ফাইন্যান্সের পর্ষদ পুনর্গঠন করল বিএসইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুন ২০২১ ১৬:২৭ | আপডেট: ১ জুন ২০২১ ১৯:৪৫

ঢাকা: সম্মিলিতভাবে উদ্যোক্তা ও পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার না থাকায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ফাস ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিসেইসি)।

সোমবার (৩১ মে) বিএসইসি এ সংক্রান্ত আদেশ জারি করেছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এনসিসি ব্যাংক ও মেঘনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নুরুল আমিনকে চেয়ারম্যান করে পাঁচ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়ে ফাস ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। পাঁচ জন স্বতন্ত্র পরিচালকের পাশাপাশি পর্ষদে কোম্পানিটির দু’জন উদ্যোক্তা পরিচালক হিসেবে থাকতে পারবেন।

কোম্পানিটিতে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পাওয়া পাঁচ জন হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষক মোহাম্মদ সাইফউদ্দিন খান, অবসর প্রস্তুতিকালীন ছুটিতে থাকা সেনা কর্মকর্তা আবু সৈয়দ মোহাম্মদ আলী, ঋণমান যাচাইকারী সংস্থা ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (সিআরআইএসএল) উপ-প্রধান নির্বাহী সৈয়দ আবদুল্লাহ আল মামুন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের ফ্যাকাল্টি মেম্বার মো. সেলিম।

সারাবাংলা/জিএস/টিআর

পরিচালনা পর্ষদ পুনর্গঠন ফাস ফাইন্যান্স বিএসইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর