Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাজেটে কর্মসংস্থানকে প্রাধান্য দিতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুন ২০২১ ২১:৩৫

ঢাকা: দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আসন্ন জাতীয় বাজেটে কর্মসংস্থানকে প্রাধান্য দিয়েই বাজেট পরিকল্পনা করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। একইসঙ্গে দেশে বেকার ভাতা চালু করা প্রয়োজন বলেও উল্লেখ করেছেন তারা।

মঙ্গলবার (১ জুন) বাংলাদেশ যুব ইউনিয়নের উদ্যোগে ‘কর্মসংস্থানমুখী বাজেট চাই’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এই ভার্চুয়াল সভায় প্যানেল আলোচক হিসেবে যুক্ত ছিলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এম আকাশ, গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক, উন্নয়ন অন্বেষনের চেয়ারম্যান ড. রাশেদ আল মাহমুদ তীতুমীর, গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সাধারণ সম্পাদক মনোয়ার মোস্তফা জলি। এতে সভাপতিত্ব করেন যুব ইউনিয়নের সভাপতি হাফিজ আদনান রিয়াদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আলোচকরা একমত পোষণ করে জানান, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রেখে, কর্মসংস্থানকে প্রাধান্য দিয়েই বাজেট পরিকল্পনা করতে হবে। পুরনো কর্মসংস্থানকে ধরে রেখে, নতুন নতুন আরও অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। মানসম্পন্ন ও টেকসই কর্মসংস্থানের নিশ্চয়তা ছাড়া বেকার সমস্যার সমাধান সম্ভব নয়। একইসঙ্গে এখন থেকেই বেকার ভাতা চালু করা প্রয়োজন।

এ বিষয়ে এম এম আকাশ বলেন, অপ্রাতিষ্ঠানিক খাতের ঝড়ে পড়া যুবদের অগ্রাধিকার ভিত্তিতে কাজের ব্যবস্থা করতে হবে। আত্মকর্মসংস্থানের জন্য সহজশর্তে যুবদের নগদ ঋণের ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে তাদের দক্ষতা বৃদ্ধিতে কার্যকর প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।

বিজ্ঞাপন

অধ্যাপক ড. মুস্থাফিজুর রহমান বলেন, মধ্যমেয়াদি পরিকল্পনায় শোভন কাজ নিশ্চিত করে, ডিজিটাল অর্থনীতিকে অগ্রাধিকার দিয়ে নতুন উদ্যোক্তা সৃষ্টিতে মনোযোগী হতে হবে। বাজেটে প্রশিক্ষণ, গবেষণা, শিক্ষা, বেকার ভাতাকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে। বৈষম্য যেটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তা কমিয়ে আনতে হবে। একটা বড় অংশের মানুষের আয় কমে গিয়েছে। সে বিষয়ে দৃষ্টি দিতে হবে। বাজেট বাস্তবায়নে দক্ষতা আরও বাড়াতে হবে। আমাদের হালনাগাদ তথ্যভাণ্ডার নেই। পর্যাক্রমে তা গড়ে তুলতে হবে। সঠিক তথ্যভাণ্ডার ছাড়া প্রকৃত চিত্র তুলে এনে তার ভিত্তিতে সমাধানের পরিকল্পনা গ্রহণ না করলে তা সঠিক সিদ্ধান্ত গ্রহণে অন্তরায় সৃষ্টি করে।

অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তীতুমীর বলেন, আমাদের দেশের অর্থনীতি ইংরেজি ‘ক’ অক্ষরের মতো করে এগুচ্ছে। একদিকে ধনীরা আরও সম্পদশালী হচ্ছে। তাদের সম্পদ ক্রমশ আরও ঊর্ধ্বমুখী হচ্ছে। আর আরেক দিকে গরীবদের সম্পদ কমে তা তলানিতে গিয়ে ঠেকছে। ফলে সমাজে বৈষম্য বাড়ছে। পূর্ণজীববন চক্র নির্ভর মধ্যমেয়াদী পরিকল্পনায় সর্বজনীন সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কেননা আমাদের চলতি সামাজিক সুরক্ষার যে সকল উদ্যোগ নেওয়া হচ্ছে তা বেছে বেছে, কারও কারও জন্য। অনেকেই তা থেকে বঞ্চিত হয়। আমাদের যেহেতেু তারল্য সংকট নেই তাই সঠিক পরিকল্পনায় সেটা করা সম্ভব।

গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সাধারণ সম্পাদক মনোয়ার মোস্তফা বলেন, কর্মসংস্থান অবশ্যই মানসম্পন্ন হতে হবে। একইসঙ্গে শিক্ষাকেও গুরুত্ব দিতে হবে। সুপ্রশিক্ষিত-দক্ষ না হলে টেকসই ও মানসম্পন্ন কর্মসংস্থান সম্ভব নয়। আমাদের বাজেটের একটি বড় অংশ ব্যয় হয় ক্রয় খাতে। যেখানে দুর্নীতির সুযোগ রয়েছে। বাজেটারি এই দুর্নীতি বন্ধ করা গেলে সেই টাকায় বহু কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব।

যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জআমান মাসুমের সঞ্চালনায় সভায় ভার্চুয়ালি আরও যুক্ত ছিলেন— ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক কুমার শীল, যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম জুয়েল, প্রেসিডিয়াম সদস্য সাজেদুর রহমান ঝিলাম, রিপায়ণ বড়ুয়া, অ্যাডভোকেট মাসুক মিয়া, পিনাক রঞ্জন দেবনাথ, কেন্দ্রীয় নেতা চেীধুরী জোসেন, সিয়াম সারোয়ার, মামুন কবীরসহ সারাদেশের জেলা প্রতিনিধিরা।

সারাবাংলা/এএইচএইচ/এনএস

কর্মসংস্থান জতীয় বাজেট যুব ইউনিয়ন

বিজ্ঞাপন
সর্বশেষ

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
২১ অক্টোবর ২০২৪ ২১:৫২

ফটোসাংবাদিক শোয়েব মিথুন আর নেই
২১ অক্টোবর ২০২৪ ২১:০৭

সম্পর্কিত খবর