Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুটবল ট্রেনিং একাডেমিতে জুয়ার আসর, গ্রেফতার ১৯

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুন ২০২১ ২২:৫৯

চট্টগ্রাম ব্যুরো: জুয়ার আসর বসানোর খবর পেয়ে চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন ‘চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমির’ কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। সেখানে জুয়ার আসর থেকে পৌনে সাত লাখ টাকাসহ ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১ জুন) সন্ধ্যা ৭টার দিকে স্টেডিয়ামের গ্যালারি সংলগ্ন ভবনে ফুটবল ট্রেনিং একাডেমির কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। একই ভবনে জেলা ক্রীড়া সংস্থা, রেফারি অ্যাসোসিয়েশনসহ আরও বিভিন্ন ক্রীড়াসংশ্লিষ্ট সংগঠনের অফিস আছে।

বিজ্ঞাপন

গ্রেফতার ১৯ জন হল- ইকবাল (৩৬), আকবর হোসেন (২৭), তৌহিদুল ইসলাম(৩৬), মো. আব্বাস (৪২), মো. করিম (৩০), মো. সোহাগ (২৯), মো. তৌহিদুল আলম (৪১), হেলাল উদ্দিন (৬৩), মো. ফরিদ (৩৫), মাহমুদুল হক (৩০), মো. সুমন (৩০), মো. মনছুর (৩০), মো. কাইয়ুম (৪০), মুসলিম উদ্দীন (৩৮), মো. রানা (৪০), মো. বাবুল(৩৫), জসীম উদ্দীন(৩৮), রুবেল উদ্দীন (৩২) এবং এমরান উদ্দীন(৫০)।

অভিযানে নেতৃত্ব দেওয়া নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মো. মুজাহিদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ফুটবল ট্রেনিং একাডেমিতে প্রকাশ্যে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলা চলছিল। আমরা জানতে পেরেছি, প্রতিদিন সেখানে জুয়ার আসর বসে। ভবনের ছাদে, প্রবেশমুখে, গলিপথে ট্রেনিং একাডেমির নিজস্ব লোকজন থাকে। তারা মূলত পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করে। আবার অফিসের ভেতরে নিজস্ব লোকজন দিয়ে জুয়াখেলা পরিচালনা করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন সারাবাংলাকে বলেন, রেফারি সমিতির ভেতর দিয়ে ট্রেনিং একাডেমিতে যেতে হয়। সেটি আলাদা অফিস। অপেক্ষাকৃত ভবনের ভেতরে অবস্থান হওয়ায় সেটি লোকচক্ষুর অন্তরালে থাকে। সেই সুযোগ কাজে লাগিয়ে তারা প্রতিদিন জুয়ার আসর বসায়।

বিজ্ঞাপন

জুয়ার আসর থেকে ৮ প্যাকেট তাস এবং নগদ ৬ লাখ ৭৫ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে ওসি নেজাম জানিয়েছেন।

জানতে চাইলে চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমির পরিচালনা পরিষদের এক কর্মকর্তা সারাবাংলাকে বলেন, এখানে কখনোই জুয়াখেলা হয় না। আমাদের অফিসের পিওন তার কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে ফুটবল খেলছিল। বৃষ্টি শুরু হওয়ায় তারা অফিসে বসে আড্ডা দিচ্ছিল। সেখানে তারা তাস খেলছিল কি না সেটা আমরা জানি না। যে টাকার কথা বলা হচ্ছে সেগুলো ব্যক্তিগত টাকাও হতে পারে।

সারাবাংলা/আরডি/এসএসএ

ফুটবল ট্রেনিং একাডেমিতে জুয়ার আসর

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর