Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব খাজা মিয়ার যোগদান

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুন ২০২১ ১৫:৪০

ঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব খাজা মিয়া যোগদান করেছেন। বুধবার (২ জুন) যোগদান শেষে তিনি মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হন।

এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, বিদায়ী মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ এবং মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নতুন সচিবকে অভিনন্দন ও স্বাগত জানান।

বিজ্ঞাপন

এর আগে গত ৩০মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে খাজা মিয়াকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে পদায়ন করা হয়।

খাজা মিয়া ১৯৯১ সালে ১০ম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে ম্যাজিস্ট্রেট এবং বালাগঞ্জ ও বিশ্বনাথ থানায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত নরসিংদী জেলায় এনডিসি হিসেবে কাজ করেন। রাজবাড়ি, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলায় প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন শেষে ২০০৩ সালে চাঁদপুর জেলার মতলব উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন এবং একাধারে তিন বছরের অধিক সময় দায়িত্ব পালন করে ২০০৬ সালের এপ্রিল মাসে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে যোগদান করেন।

তিনি স্থানীয় সরকার বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কাজ করেন। ২০১৫ সাল থেকে সিঙ্গাপুরে বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলর হিসেবে ৪ বছরের বেশি সময় দায়িত্ব পালন শেষে ২৮ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে যোগদান করেন। এছাড়া তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ খাজা মিয়া ৩০ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

তিনি বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন (বাসা) এর নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন।

ব্যাক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক। তার স্ত্রী খালেদা আক্তার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

সারাবাংলা/জেআর/এসএসএ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব খাজা মিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর