Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ২০ হাজার টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুন ২০২১ ১৭:২১

ঢাকা: আগামী জুলাই থেকে বীর মুক্তিযোদ্ধারা ২০ হাজার টাকা করে সম্মানী ভাতা পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী তাদের সম্মানী ভাতা উন্নীত করা হয়েছে।

বুধবার (২ জুন) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। নতুন কাঠামোর এ ভাতা আগামী মাস থেকেই কার্যকর হচ্ছে।

জানা গেছে, বর্তমানে এক লাখ ৯১ হাজার ৫৩২ জন সাধারণ বীর মুক্তিযোদ্ধা মাসিক সম্মানী ভাতা পেয়ে থাকেন। আর উৎসব ভাতা, মহান বিজয় দিবস ভাতা ও বাংলা নববর্ষ ভাতা পান দুই লাখ পাঁচ হাজার ১১৭ জন সাধারণ বীর মুক্তিযোদ্ধা।

এছাড়া ১১ হাজার ৯৯৮ জন শহীদ, যুদ্ধাহত ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা পান। এর বাইরে ৫৮৭ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মাসিক সম্মানী ভাতা পেয়ে থাকেন।

বাড়তি এ ভাতার অর্থের যোগান দিতে আসছে ২০২১-২২ অর্থবছরের বাজেটে ৫ হাজার ৭০৫ লাখ ১২ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাবাংলা/জেআর/পিটিএম

২০ হাজার টাকা বীর মুক্তিযোদ্ধা সম্মানী

বিজ্ঞাপন
সর্বশেষ

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

সম্পর্কিত খবর