Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ পৌরসভা-নিয়ামতপুরে সর্বাত্মক লকডাউন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২১ ১৮:০৬

নওগাঁ: জেলায় করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় পৌর এলাকা এবং নিয়ামতপুর উপজেলায় সাত দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার (৩ জুন) রাত ১২ টা ১ মিনিট থেকে পরবর্তী সাত দিন এই লকডাউন বলবৎ থাকবে। এ ব্যাপারে ১৫ দফা বিধিনিষেধ আরোপ করে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার (২ জুন) দুপুর দুইটার দিকে নওগাঁর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক (ডিসি) হারুন-অর-রশিদ এই সিদ্ধান্তের কথা জানান।

জেলা প্রশাসক বলেন, সম্প্রতি নওগাঁর নিয়ামতপুর ও সদর উপজেলায় করোনা সংক্রমন বৃদ্ধি পেয়েছে। সংক্রমন রোধে স্বাস্থ্য অধিদফতরের করা সুপারিশের ভিত্তিতে মঙ্গলবার রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি বৈঠকে পৌর এলাকা এবং নিয়ামতপুরে সাত দিনের সর্বাত্মক লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও জানান, লকডাউনে থাকা এলাকায় সকল ধরনের জরুরি পরিসেবা ও পণ্যবাহী পরিবহন চালু থাকবে।

সারাবাংলা/একেএম

নওগাঁ পৌরসভা নিয়ামতপুর সর্বাত্মক লকডাউন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর