Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ন্ত্রণ চায় সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুন ২০২১ ১৯:০৩ | আপডেট: ২ জুন ২০২১ ২১:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: গুগল ও অ্যামাজনের মতো যারা বাংলাদেশে ব্যবসা করে তাদেরকেও ভ্যাটের আওতায় আনতে চায় সরকার।

বুধবার (২ জুন) আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, গুগল ও অ্যামাজন ভ্যাটের আওতায় এসেছে। তারা নিবন্ধন করেছে। অন্য যারা করেনি তারাও নিবন্ধন করুক সরকার তাই চায়।

মন্ত্রী বলেন, অনেকেই ভাল কাজ করছেন কিন্তু কেউ কেউ মিথ্যাচার করছেন। তাদের এই মিথ্যাচার স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকি স্বরূপ। নিবন্ধন থাকলে অপরাধীকে সহজে ধরা যাবে।

এ বিষয়ে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, যারা বিজ্ঞাপন দেয়, কীভাবে টাকা পরিশোধ করে, তা বৈধ পথে যায় কী না এ সকল তথ্য জানাতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, গুগলের অফিস বাংলাদেশে না থাকায় অনেক কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তাদেরকে বাংলাদেশে অফিস খোলার জন্য বলা হয়েছে। যদি তারা অফিস না খোলে,তবে বিকল্প কী করা যায় তা ভাবা হচ্ছে। সরকার চায় সকলে আইনের আওতায় আসুক।

সারাবাংলা/জেআর/একেএম

মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সরকারি নিয়ন্ত্রণ সামাজিক যোগাযোগ মাধ্যম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর