Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় কমলেও ১১ জেলায় সংক্রমণের ঊর্ধ্বগতি

সিনিয়র করেসপন্ডেন্ট
২ জুন ২০২১ ২২:৪২

ঢাকা: রাজধানী ঢাকায় বর্তমানে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমিত রোগীর চাপ কম আছে। বর্তমানে শনাক্ত হারের বিপরীতে ১১টি জেলায় সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (২ জুন) স্বাস্থ্য বুলেটিনের ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।

ডা. নাজমুল ইসলাম বলেন, ‘জেলাগুলোতে সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে সতর্কতা অবলম্বনের ক্ষেত্রে শিথিলতা দেখানোর সুযোগ নেই। মে মাস পর্যন্ত ৪১ হাজার ৪০৮ জন নতুন রোগীকে চিহ্নিত করা গেছে ‘

তিনি বলেন, ‘এপ্রিলের সঙ্গে তুলনা করলে এ সংখ্যা কিছুটা কম। কিন্তু সামগ্রিক বিবেচনায় আমরা চাই যে, আরও কম থাকুক। ঢাকার কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোর মোট শয্যার সিংহভাগই খালি আছে এই মুহূর্তে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/পিটিএম

আপডেট করোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর