Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা অপরিবর্তিত থাকছে

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ জুন ২০২১ ১৫:৪৩

ঢাকা: প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা অপরিবতর্তি রাখা হয়েছে। বছরে কোনো ব্যক্তি এর চেয়ে বেশি আয় করলে তাকে কর দিতে হবে।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, ‘২০০৯-১০ অর্থবছরে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা ছিল ১ লাখ ৬৫ হাজার টাকা, যা ক্রমান্বয়ে বাড়িয়ে ২০২০-২১ অর্থবছরে ৩ লাখ টাকায় উন্নীত করা হয়। নারী করদাতা, সিনিয়র করদাতা, প্রতিবন্ধী করদাতা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা আরও বেশি।’

অর্থমন্ত্রী বলেন, ‘২০২০-২১ অর্থবছরে ব্যক্তি শ্রেণির করদাতাদের করহার উল্লেখযোগ্যভাবে কমানোর কারণে ২০২১-২২ অর্থবছরের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য বিদ্যমান করহার অপরিবর্তিত রাখার প্রস্তাব করছি।’

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘ব্যক্তিশ্রেণির করদাতার জন্য বিদম্যান এই করহার তৃতীয় লিঙ্গের করদাতাদের জন্যও প্রযোজ্য ছিল। তৃতীয় লিঙ্গের করদাতাদের জন্য সামাজিক আত্তীকরণের লক্ষ্যে বিশেষ বিধান চালুর পাশাপাশি তাদের করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাব করছি।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

২০২১-২২ অর্থবছরের বাজেট ৩ লাখ করমুক্ত আয়সীামা বাজেট ২০২১-২২ বাজেট স্পেশাল ২০২১-২২

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর