দাম কমবে ফ্রিজ, এসি ও টেলিভিশনের
৩ জুন ২০২১ ১৬:৪৩
ঢাকা: ২০২১-২২ অর্থবছরের বাজেটে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার (এসি) ও টেলিভিশনের কিছু কাঁচামালে রেয়াতি সুবিধার প্রস্তাব করা হয়েছে। ফলে রেফ্রিজারেটর, এসি ও টেলিভিশনের দাম কমতে পারে।
বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন।
বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘ইলেক্ট্রনিক্স শিল্পের অনুষঙ্গ হিসাবে স্থানীয় রেফ্রিাজারেটর ও এয়ার কন্ডিশনারের কম্প্রেসার উৎপাদনকারী শিল্প সুরক্ষায় ওই শিল্পের কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি সুবিধা সম্প্রসারণ করা হবে।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘ওয়াশিং মেশিন উৎপাদনকারী শিল্পের সুরক্ষায় ওই শিল্পের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা দিয়ে করে নতুন প্রজ্ঞাপন জারি এবং টেলিভিশন প্রস্তুতকারী শিল্পের বিকাশে শিল্পটির প্রয়োজনীয় কিছু কাঁচামালের রেয়াতি সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।’
সারাবাংলা/ইএইচটি/পিটিএম