মৎস্য-প্রাণিসম্পদ খাতে ২৬৬ কোটি টাকার বরাদ্দ বাড়ছে
৩ জুন ২০২১ ১৭:২৩
ঢাকা: প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে কৃষি, খাদ্য নিরাপত্তা এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৬৬ কোটি টাকার বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেট উত্থাপন করেন।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘আগামী অর্থবছরে কৃষি, খাদ্য নিরাপত্তা এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৪ হাজার ৯৪৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা ২০২০-২১ অর্থবছরে ছিল ২৪ হাজার ৬৮২ কোটি টাকা।’
অর্থাৎ প্রস্তাবিত বাজেটে এ খাতে ২৬৬ কোটি টাকার বরাদ্দ বেড়েছে।
সারাবাংলা/ইএইচটি/জিএস/এমও
২০২১-২২ অর্থবছরের বাজেট বাজেট ২০২১-২২ মৎস্য-প্রাণিসম্পদ মৎস্য-প্রাণিসম্পদ খাত