বাজেটে বাড়ছে এনবিআরের জন্য বরাদ্দ
৩ জুন ২০২১ ১৭:৩৯
ঢাকা: প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বা অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জন্য বেড়েছে বরাদ্দের আকার। গত অর্থবছরে এনবিআরের জন্য বরাদ্দ ছিল ৩ হাজার ৯৩ কোটি টাকা। যেখানে ২০২১-২২ অর্থবছরের জন্য ৩ হাজার ১২৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন। এবারের বাজেটের মূল প্রতিপাদ্য ‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’। আওয়ামী লীগের তৃতীয় মেয়াদের তৃতীয় অর্থবছরের বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।
প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, ২০১৯-২০ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বরাদ্দ ছিল ১ হাজার ৪৩৮ কোটি টাকা। এর মধ্যে পরিচালন ব্যয় হিসেবে ধরা হয় ১ হাজার ৪০৩ কোটি টাকা আর উন্নয়ন হিসেবে ধরা হয় ৩৫ কোটি টাকা। অপরদিকে ২০২০-২১ অর্থবছরে বরাদ্দ দেওয়া হয় ৩ হাজার ৯৩ কোটি টাকা। এর মধ্যে পরিচালন ব্যয় ছিল ২ হাজার ৬৩৭ কোটি টাকা আর উন্নয়ন হিসেবে ধরা হয় ৪৫৬ কোটি টাকা। কিন্তু সংশোধিত বাজেটে এনবিআরের জন্য বরাদ্দ করা হয় ২ হাজার ৬৯৬ কোটি টাকা। এর মধ্যে পরিচালন ব্যয় ছিল ২ হাজার ৪০৬ কোটি টাকা আর উন্নয়ন ব্যয় ছিল ২৯০ কোটি টাকা।
কিন্তু প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিচালন ব্যয় হিসেবে ধরা হয়েছে ২ হাজার ৭৩৫ কোটি টাকা আর উন্নয়ন হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে ৩৮৮ কোটি টাকা।
সারাবাংলা/এসজে/পিটিএম