Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষায় বরাদ্দ বাড়ছে ৫ হাজার কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুন ২০২১ ১৮:৪২

ঢাকা: ২০২১-২২ অর্থবছরে শিক্ষা খাতে ৫ হাজার ৭৫১ কোটি টাকা বরাদ্দ বাড়িয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ২০২১-২২ অর্থবছরে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৭১ হাজার ৯৫৬ কোটি টাকা। গত অর্থবছরে যা ছিল ৬৬ হাজার ৪০০ কোটি টাকা।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল যে বাজেট প্রস্তাব করেছেন তার লিখিত বক্তৃতা থেকে এই তথ্য জানা গেছে।

২০২০-২১ অর্থবছরের তুলনায় শিক্ষায় শূন্য দশমিক ৫ শতাংশ বরাদ্দ বেড়েছে। বাজেটে এবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরে ছিল ৩৩ হাজার ১১৮ কোটি টাকা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্ধ রাখা হয়েছে ২৬ হাজার ৩১১ কোটি টাকা। আগেরে অর্থবছরে ছিল ২৪ হাজার ৯৩৭ কোটি টাকা। কারিগরি ও মাদরাসা শিক্ষার জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯ হাজার ১৫৪ কোটি টাকা। আগে বরাদ্দ ছিল ৮ হাজার ৩৪৫ কোটি টাকা।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উত্থাপন করা হয়েছে।

সারাবাংলা/টিএস/পিটিএম

২০২১-২২ অর্থবছরের বাজেট বাজেট ২০২১-২২ শিক্ষায় বরাদ্দ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর