জননিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব
৩ জুন ২০২১ ১৮:১৭
ঢাকা: জননিরাপত্তা খাতে ২০২১-২২ অর্থবছরের জন্য ২৩ হাজার ৮০ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। যা গত বছর ছিল ২১ হাজার ৬৫৯ কোটি টাকা। গত অর্থবছরের চেয়ে এবার এক হাজার ৪২১ কোটি টাকা বেশি প্রস্তাব করা হয়েছে।
আর প্রতিরক্ষা খাতে নতুন অর্থবছরের জন্য ৩৭ হাজার ৬৯১ কোটি টাকা বাজেট প্রস্তাব করা হয়েছে। যা গত অর্থবছরে ছিল ৩৩ হাজার ৯১৬ কোটি টাকা। গত অর্থবছরের চেয়ে এবারের বাজেটে তিন হাজার ৭৭৫ কোটি টাকা বেশি প্রস্তাব করা হয়েছে।
এর বাইরে সশস্ত্র বিভাগের জন্য আলাদাভাবে এবারের বাজেটে ৪৪ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে বরাদ্দ ছিল ৩৯ কোটি টাকা। গত অর্থবছরের চেয়ে এবার ৫ কোটি টাকা বেশি।
বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের উত্থাপিত বাজেটে এই প্রস্তাব করেন।
জননিরাপত্তা খাতে রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, যার আওতায় রয়েছে পুলিশ, বর্ডার গার্ড, কোস্টগার্ড এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। রয়েছে সুরক্ষা সেবা বিভাগও। আর প্রতিরক্ষা খাতে রয়েছে, সেনা, নৌ ও বিমান বাহিনী।
সারাবাংলা/ইউজে/পিটিএম
২০২১-২২ অর্থবছরের বাজেট জননিরাপত্তা ও প্রতিরক্ষা খাত বরাদ্দ বাজেট ২০২১-২২