রবীন্দ্র সরোবরে ছুরিকাঘাতে ৩ শিক্ষার্থী আহত
৩ জুন ২০২১ ২১:৪৯
ঢাকা: রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ছুরিকাঘাতে তিন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. শামস (২২), সাইদুল ইসলাম সৌরভ (১৮) ও প্রান্ত (২০)। আহতদের মধ্যে প্রান্তকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শামস জানায়, তারা ১০-১৫ জন বন্ধু মিলে সন্ধ্যায় ধানমন্ডি রবীন্দ্র সরোবরে আড্ডা দিচ্ছিলেন। তখন ১৫-২০ জন যুবক এসে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে তাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি ছুরিকাঘাত করে। অন্য বন্ধুরা বাধা দিলে তাদের ওপরও আক্রমণ চালালে তারা তিনজন আহত হয়।
জহিরুল আরও জানান, দুর্বৃত্তদের সঙ্গে তাদের কোনো পরিচয় কিংবা আগের কোনো বিরোধ নেই। ছিনতাইয়ের জন্যই তারা এই ঘটনা ঘটিয়েছে।
ধানমন্ডি থানার উপ পরিদর্শক (এসআই) বিপুল কুমার পাল বলেন, ‘ঘটনার খবর শুনে হাসপাতালে এসেছি। আহত শামসের বাম হাতে ও সৌরভের পেটে-পিঠের নিচে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার অবস্থা গুরুতর।’
তবে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া জানায়, প্রাথমিক ভাবে জানতে পেরেছি ধানমন্ডির ঘটনা ফেসবুকের বিরোধে হয়েছে। ঘটনার আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান সৌরভের মা শামছুন্নাহার। তিনি বলেন, সৌরভ এসএসএসি পাস করেছে। বিকালে বন্ধুদের ডাকে সে বাসার বাইরে যায়। তারপর সৌরভের আহত হওয়ার সংবাদ পাই।’
সারাবাংলা/এসএসআর/এমও