Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজেট তাৎপর্যপূর্ণ: বিজিএমইএ

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ জুন ২০২১ ২২:০৩

ঢাকা: প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। বৃহস্পতিবার (৩ জুন) বাজেট পরবর্তী এক ভিডিও বার্তায় বিজিএমইএ’র সভাপতি এ কথা বলেন।

তবে বাজেট সম্পর্কে সংগঠনটির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে বলেও জানিয়েছেন তিনি।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘অর্থমন্ত্রী আজ জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তব্য পেশ করেছেন। এ বছরের বাজেটটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এটা আমাদরে ৫০তম বাজেট। সেই সঙ্গে নজিরবিহীন করোনা মহামারি থেকে অর্থনীতির গতি পুনরুদ্ধারে এই বাজেটে গুরুত্বপূর্ণ দিক ও নির্দেশনা এবং নীতি কৌশল রয়েছে।’

‘একইসঙ্গে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পর এটি প্রথম বাজেট। বিশেষ করে প্রস্তাবিত বাজেটের প্রতিপাদ্য হচ্ছে জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’, বলেন তিনি।

বিজিএমইএ সভাপতি আরও বলেন, ‘আমরা প্রস্তাবিত বাজেটের ডিজিটাল কপি হাতে পেয়েছি। এটি আমরা পর্যালোচনা করছি। আমরা বাজেট নিয়ে বিস্তারিত মতামত পরে তুলে ধরবো।’

সারাবাংলা/ইএইচটি/এমও

২০২১-২২ অর্থবছরের বাজেট বাজেট বাজেট ২০২১-২২ বিজিএমইএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর