ফ্রিল্যান্সিং ও ই-লার্নিংসহ ৬ খাত করমুক্ত
৩ জুন ২০২১ ২২:০১
ঢাকা: প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে ফ্রিল্যান্সিংয়ের জন্য সুখবর দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। খাতটিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ইলার্নিংসহ আরও ৫টি খাত করের আওতামুক্ত থাকছে।
বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন।
দেশের ডিজিটাল ট্রান্সফারমেশনকে ত্বরাণ্বিত করতে ২২ খাতের পাশাপাশি নতুন আরও ৬টি খাতকে করমুক্ত ঘোষণা করা হয়েছে। খাতগুলো হল- ক্লাউড সার্ভিস, সিস্টেম ইন্টিগ্রেশন, ই-লার্নিং প্ল্যাটফর্ম, ই-বুক পাবলিকেশনস, মোবাইল অ্যাপ্ল্যিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস ও আইটি ফ্রিল্যান্সিং।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম
২০২১-২২ অর্থবছরের বাজেট ই-লার্নিং ফ্রিল্যান্সিং বাজেট ২০২১-২২