Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রাহক সেবায় ইভ্যালির ‘প্রায়োরিটি স্টোর’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২১ ২২:২০

ঢাকা: গ্রাহকদের আরও উন্নত ও দ্রুত সেবা দিতে দেশিয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি নিয়ে এসেছে ‘প্রায়োরিটি স্টোর’। এই সেবার আওতায় সাধারণ কেনাকাটাতেও ‘রিওয়ার্ড পয়েন্ট’ পাবেন গ্রাহকেরা। সঙ্গে পাবেন অগ্রাধিকার ভিত্তিতে ২৪ ঘণ্টায় পণ্যের দ্রুত ডেলিভারি ও অন্যান্য সেবা।

আগামী শনিবার (৫ জুন) থেকে এই ‘প্রায়োরিটি স্টোর’ এর কার্যক্রম শুরু হবে বলে প্রতিষ্ঠানটি জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল বলেন, “আমরা সাধারণত যেসব অফার দেই যেমন সাইক্লোন; এসবের বাইরে ‘প্রায়োরিটি স্টোর’ থেকে সাধারণ কেনাকাটায় গ্রাহকেরা রিওয়ার্ড পয়েন্ট পাবেন। এভাবে রিওয়ার্ড পয়েন্ট অর্জন করে তারা বিভিন্ন ক্যাটেগরির প্রায়োরিটি ক্লাবের সদস্য হবে। প্রায়োরিটি ক্লাবের সদস্যরা ঢাকার ভিতরে ২৪ ঘণ্টার মধ্যে এবং ঢাকার বাইরে ৭২ ঘণ্টার মধ্যে তাদের অর্ডারকৃত পণ্যের ডেলিভারি পাবেন।”

প্রায়োরিটি স্টোর এর মাধ্যমে গ্রাহকদের সেবা দিতে ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে ইভ্যালির পক্ষ থেকে জানানো হয়।

সারাবাংলা/ইএইচটি/এমও

ইভ্যালি গ্রাহক সেবা প্রায়োরিটি স্টোর


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর