Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্টের জন্য ২২৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুন ২০২১ ২৩:১১

ঢাকা: জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে সুপ্রিম কোর্টের জন্য ২২৫ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব রাখা হয়েছে। এ ছাড়া আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে ১৮১৫ কোটি টাকা।

২০২১-২১ সুপ্রিম কোর্টের জন্য ২২৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। পরে সংশোধিত হয়ে তা হয় ১৮৭ কোটি টাকা হয়। এ হিসেবে গত বছরের তুলনায় সুপ্রিম কোর্টের জন্য বরাদ্দ বেড়েছে ৩৮ কোটি টাকা। আর আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছিল ১৭৩৯ কোটি টাকা। পরে সংশোধিত হয়ে তা হয় ১৭১৬ কোটি টাকা। এ হিসেবে গত বছরের তুলনায় আইন ও বিচার বিভাগে ৯৯ কোটি টাকা বরাদ্দ বেড়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এর আগে, দুপুরে সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বাজেটের অনুমোদন দেওয়া হয়।

‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’ শীর্ষক প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।

এই বাজেটে অনুদানসহ ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ১১ হাজার ১৯১ কোটি টাকা। যা জিডিপির ৬ দশমিক ১ শতাংশ। অনুদান বাদ দিলে ঘাটতির পরিমাণ দাঁড়ায় ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।

সারাবাংলা/কেআইএফ/একে

অর্থমন্ত্রী বাজেট সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর