Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত ফেরত আরও ৪ বাংলাদেশির করোনা শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট 
৪ জুন ২০২১ ১১:৫৪

লালমনিরহাট: ভারত থেকে অবৈধ পথে আসা বেদে পরিবারের ২৩ বাংলাদেশির মধ্যে চারজনের শরীরে করোনাভাইরাস (কোভড-১৯) শনাক্ত হয়েছে। বর্তমানে তারা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী এলাকা দহগ্রাম হাসপাতালে ভর্তি রয়েছেন।

জেলার পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম গতকাল বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।

দহগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল প্রধান সারাবাংলাকে বলেন, দহগ্রাম হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটানে থাকা বেদে পরিবারের ২৩ সদস্যের মধ্যে চারজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ বিষয়ে মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উপজেলার দহগ্রাম ইউনিয়নের সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে আসা বেদে পরিবারের ২৩ বাংলাদেশি নাগরিকের মধ্যে চারজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে তাদের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কি না তা জানা যায়নি।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাতে করোনা পজিটিভ ওই চার ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

এর আগে ১৭ মে (সোমবার) অবৈধ পথে ভারত থেকে ২৩ জনের একটি বেদে সম্প্রদায়ের দল বাংলাদেশে প্রবেশ করেন। পাটগ্রামে আসার পথে তিনবিঘা করিডোর ফটকে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের দহগ্রাম-আঙ্গারপোতা ১০ শয্যা হাসপাতালে ১৪ দিনের কোয়ারেনটাইনে রাখা হয়। এর মধ্যে ওই চারজনের শরীরে করোনা শনাক্ত হয়।

সারাবাংলা/এনএস

করোনাভাইরাস বেদে পরিবার ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর