Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাভারে ডায়িং কারখানার বয়লারের পানিতে দগ্ধ ৪

লোকাল করেসপন্ডেন্ট
৪ জুন ২০২১ ১২:৪৭

আশুলিয়া (সাভার): সাভারের আশুলিয়ায় একটি ডায়িং কারখানায় কাজ করার সময় বয়লারের গরম পানি শরীরে লেগে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধ শ্রমিকদের মধ্যে দুই জনের ৬০ শতাংশ এবং বাকী দুই জনের যথাক্রমে ১০ ও ১৫ শতাংশ করে দগ্ধ হয়েছেন বলে জানান চিকিৎসকেরা। গতকাল বৃহস্পতিবার (৩ জুন) আশুলিয়ার কুটুরিয়া এলাকার এসডিএস ইয়ার্ন ডায়িং কারখানা এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দগ্ধ শ্রমিকরা হলেন— রাশেদুল, হাসান, স্বন্দীপ ও আনোয়ার। তাদের স্বজন ও সহকর্মীরা জানান, কারখানার ভিতরে কাজ করার সময় বয়লারের গরম পানি তাদের শরীরে পড়লে ওই চারজন শ্রমিক দগ্ধ হন।

এ বিষয়ে হাসপাতালটির মেডিকেল অফিসার ডা. নাহিয়ান বিনতে মজিব জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে আশুলিয়ার কুটুরিয়া এলাকা থেকে দগ্ধ অবস্থায় চারজন শ্রমিককে হাসপাতালে নিয়ে আসে কয়েকজন। পরে তাদের দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়।

পরে অপারেশন থিয়েটার থেকে দগ্ধদের মধ্যে থেকে ৬০ শতাংশ করে পুড়ে যাওয়া রাশেদুল ও হাসানকে আইসিও’তে পাঠানো হয়। আর বাকী দুজনকে সাধারণ ওয়ার্ডে ভর্তি করা হয় বলে জানিয়েছেন ডা. নাহিয়ান বিনতে মজিব।

সারাবাংলা/এনএস

আশুলিয়া চার শ্রমিক দগ্ধ ডায়িং কারখানার বয়লারের পানি