উপনির্বাচনে অংশ নেবে জাপা, চলছে মনোনয়ন ফরম বিক্রি
৪ জুন ২০২১ ১৪:৪০
ঢাকা: জাতীয় পার্টি উপনির্বাচনে অংশ নেবে। এজন্য তিনটি সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে থেকে এই ফরম সংগ্রহ করা যাবে।
সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচন কমিশন ঘোষণা অনুযায়ী, আগামী ১৪ জুলাই সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে ইভিএমে ভোট ভোট গ্রহণ করা হবে।
জাতীয় পার্টির দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ উপনির্বাচনে ৩ জুন থেকে ৬ জুন পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাপার বনানী কার্যালয় থেকে নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক দলীয় প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবে।
আগামী সোমবার মনোনয়নপত্র জমা দানের শেষ দিন।
সারাবাংলা/এএইচএইচ/এমও