Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু রোববার

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জুন ২০২১ ২০:১১ | আপডেট: ৫ জুন ২০২১ ২২:৫১

ঢাকা: জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা রোববার (৬ জুন) থেকে শুরু হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বেলা ১১টায় সংসদের মূলতবি অধিবেশন শুরু হবে। প্রথম দিনে চলতি ২০২০-২১ অর্থবছরের সম্পুরক বাজেটের ওপর আলোচনা হবে। আর সোমবার (৭ ‍জুন) সম্পূরক বাজেট পাস হবে বলে কার্যসূচিতে উল্লেখ করা হয়েছে।

শনিবার (৫ জুন) সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, করোনা পরিস্থিতির কারণে দেশের ইতিহাসে সংপ্তিতম বাজেট অধিবেশনে সর্বোচ্চ ২০ ঘণ্টা সাধারণ আলোচনা চলতে পারে। করোনা সতর্কতার অংশ হিসেবে ইতোমধ্যে আলোচনায় অংশগ্রহণের জন্য সংসদ সদস্যদের তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিদিন বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত সাধারণ আলোচনা চলবে। আগামী ৩০ জুন বাজেট পাস হবে। ১ জুলাই বাজেট অধিবেশন শেষ হতে পারে। গত ২ জুন বাজেট অধিবেশন শুরু হয়। আর বৃহস্পতিবার (৩ জুন) অর্থমন্ত্রী সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

২০২১-২২ অর্থবছর জাতীয় সংসদ টপ নিউজ বাজেট সাধারণ আলোচনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর