ধুঁকছে চট্টগ্রামের প্রাণ [ছবি]
৬ জুন ২০২১ ০৯:০০ | আপডেট: ৬ জুন ২০২১ ১১:৫৯
কর্ণফুলী। বন্দরনগরী চট্টগ্রামের প্রাণ হিসেবেই পরিচিত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই কর্ণফুলীর আজ বেহাল দশা। বছরে পর বছর ধরে কর্ণফুলীর তীরে গড়ে উঠেছে কল-কারখানা। এসবের বর্জ্য এই নদীর দূষণের অন্যতম কারণ। নগরীর বর্জ্যের বড় একটি অংশের গন্তব্য শেষ পর্যন্ত এই নদী। তাতে করে কোথাও কোথাও কর্ণফুলী রীতিমতো ভাগাড়। কর্ণফুলীকে দূষণমুক্ত করতে নানা সময়ে নানা উদ্যোগ নিলেও কোনোটিই তেমন কাজে আসেনি। বরং দিন দিন দূষণের বিষে আরও নীল হয়ে ধুঁকছে চট্টগ্রামের এই প্রাণ।
দূষণে জর্জর কর্ণফুলীর বেহাল দশার কিছু অংশ ক্যামেরায় বন্দি করেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী
- কর্ণফুলীতে এমন নোংরা-কালো পানির কথা একসময় চিন্তাও করা যেত না
- সেই কর্ণফুলীর অবস্থা এখন এমনই, সব বর্জ্যের সংরক্ষণস্থল যেন
- এমন কোনো বর্জ্য নেই যা এখন জমা হয় না কর্ণফুলীর বুকে
- পরিস্থিতি এমন, কর্ণফুলীর কোনো কোনো অংশকে ভাগাড় বললেও অত্যুক্তি হয় না
- দূষণ আর বর্জ্যে এখন কর্ণফুলীকে চেনাই দায়
- কর্ণফুলীর এমন রূপ হয়তো কখনোই চিন্তা করেনি চট্টগ্রামবাসী, তবু এটিই এখন কর্ণফুলী
সারাবাংলা/টিআর