Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবলেট বাসায় ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুন ২০২১ ০৯:৪৩ | আপডেট: ৬ জুন ২০২১ ১২:৩৪

ঢাকা: রাজধানীর পলাশী সরকারি স্টাফ কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে ইসরাত জাহান তুষ্টি (২১) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার (৬ জুন) সকাল সোয়া সাতটার দিকে ওই বাসার বাথরুমের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পলাশী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. সাইফুল ইসলাম জানান, দুই শিক্ষার্থী মিলে স্টাফ কোয়ার্টারের ওই বাসায় সাবলেট থাকতেন। সকালে তার রুমমেট ঘুম থেকে উঠে বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়। পরে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধারে যায় ফায়ার সার্ভিস।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে বাথরুমের ভেতরে পড়ে যাওয়ায় তার মৃত্যু হতে পারে।

এদিকে মৃতের সহপাঠী শাফায়েত আহমেদ জানান, ইসরাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে থাকতেন। কিন্তু, বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ থাকায় আজিমপুর সরকারি স্টাফ কোয়াটারের ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায়।

সারাবাংলা /এসএসআর/একেএম 

টপ নিউজ ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর