Monday 28 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামদর্দের বিক্রয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
৬ জুন ২০২১ ১২:৪২

হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের মাসিক বিক্রয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলামোটরে হামদর্দের প্রধান কার্যালয়ের মিলনায়তনে ৩ জুন এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

বিপণন বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে আধুনিক হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাতা বলেন, আস্থা ও বিশ্বাসে হামদর্দ আজ মানুষের কাছে প্রমাণিত এবং বিশ্বস্ত। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিজেদের কর্মতৎপরতা আরো জোরদার করাই এখনকার সবচেয়ে জরুরি কাজ।

বিজ্ঞাপন

এ সময়, বর্তমান মহামারি পরিস্থিতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হামদর্দের মানসম্পন্ন ওষুধ ও প্রয়োজনীয় পরামর্শ সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছাতে কর্মীদের প্রতি আহ্বান জানান ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

সভায় বিশেষ অতিথি ছিলেন হামদর্দ বাংলাদেশের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন রাসেল। সভাপতিত্ব করেন পরিচালক বিপণন মো. শরীফুল ইসলাম। অনুষ্ঠানে বিপণন কর্মতৎপরতার ভিত্তিতে কয়েকজন কর্মকর্তাকে পদায়ন চূড়ান্তকরণের চিঠি দেওয়া হয়।

সারাবাংলা/এএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর