Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিএমইএ সভাপতির সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ জুন ২০২১ ২০:৩৮

ঢাকা: দেশের তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়নে সহযোগিতা প্রদান অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছে ইতালি। রোববার (৬ জুন) বিজিএমইএ অফিসে সংগঠনটির সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াটা এ কথা জানান।

বৈঠকে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়ন বিশেষ করে নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং সোশ্যাল কমপ্লায়েন্স প্রতিপালনের ক্ষেত্রে বাংলাদেশের পোশাক শিল্প যে অগ্রগতি অর্জন করেছে, তার প্রশংসা করেন।

বিজ্ঞাপন

এসময় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে অব্যাহতভাবে বন্ধুভাবাপন্ন সহযোগিতা দেওয়ার জন্য ইতালির সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।

আলোচনা সভায় বিজিএমইএ’র সহ-সভাপতি মো. শহীদউল্লাহ আজীম, সহ-সভাপতি মিরান আলী এবং সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/এমও

ইতালির রাষ্ট্রদূত বিজিএমইএ বিজিএমইএ সভাপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর