চট্টগ্রামে বজ্রপাতে একদিনে ৬ জনের মৃত্যু
৬ জুন ২০২১ ২২:২২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বজ্রপাতে জাহাজ ভাঙার কারখানার শ্রমিকসহ আরও দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। এ নিয়ে চট্টগ্রামে বজ্রপাতে একদিনে ছয়জনের মৃত্যুর ঘটনা ঘটল।
রোববার (৬ জুন) বিকেলে সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকায় একটি শীপ ব্রেকিং ইয়ার্ডে একজন এবং মুরাদনগর ইউনিয়নের গুপ্তখাল বেড়িবাঁধ এলাকায় আরেকজনের মৃত্যু হয়েছে।
মৃত শীপ ব্রেকিং ইয়ার্ডের শ্রমিক মোহাম্মদ জলিল আহাম্মদ (৪০) সীতাকুণ্ডের বার আউলিয়া গ্রামের হাফিজ জুটমিল কলোনির মৃত নুরুল আলমের ছেলে।
মৃত জলিলের ভাই ফয়েজ আহমেদ সারাবাংলাকে জানান, জলিল বার আউলিয়া এলাকায় জনৈক ‘মানিক সাহেবের শীপ ব্রেকিং ইয়ার্ডে’ কাটিং সহকারী হিসেবে কাজ করতেন। কাজ করার সময় আজ (রোববার) বিকেল চারটার দিকে তিনি বজ্রপাতের শিকার হন। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই শীলব্রত বড়ুয়া সারাবাংলাকে বলেন, ‘সন্ধ্যা সাতটার দিকে জলিল আহাম্মদকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এদিকে সীতাকুণ্ড উপজেলার মুরাদনগর ইউনিয়নের গুপ্তখাল বেড়িবাঁধ এলাকায় বিকেল চারটার দিকে বজ্রপাতে আরও হতহাতের ঘটনা ঘটে। এতে এসকান্দর হোসেন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়। আহত হয়েছেন বদরুল হাসান (১৮) নামের এক তরুণ। তার বাবার নাম আবু বক্কর। উভয়ের বাড়ি ওই এলাকায়।
আরও পড়ুন: চট্টগ্রামে বজ্রপাতে আরও ২ জনের মৃত্যু
চট্টগ্রামে বজ্রপাতে ২ নারীর মৃত্যু
স্থানীয়রা জানান, বিকেলে তারা বেড়িবাঁধ থেকে গরু আনতে গিয়েছিলেন। এ সময় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছিল। বজ্রপাতে এসকান্দর ও বদরুল আহত হন। স্থানীয়রা দেখে তাদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুদ্দিন রাশেদ জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার আগেই মারা যান এসকান্দর। বদরুলকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে রোববার সকালে ফটিকছড়ি উপজেলার কাঞ্চনগর ইউনিয়নে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে দুই নারী মারা যান। এ ঘটনায় আরও দুই নারী আহত হন।
এছাড়াও একই দিনে বোয়ালখালী উপজেলায় এক পাহাড়ে লেবুক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু হয়। মীরসরাই উপজেলায় কৃষিজমিতে কাজ করার সময় দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়। এ সময় তার বাবা আহত হন।
সারাবাংলা/আরডি/এনএস