Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী আরও ৯ গ্রামে লকডাউন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২১ ২৩:২৬

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলার ভারত সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলার নয়টি গ্রাম লকডাউন করা হয়েছে। গ্রামগুলো হলো- কুড়ুলগাছী ইউনিয়নের ফুলবাড়ী, চাকুলিয়া, ঠাকুরপুর এবং পারকৃঞ্চপুর-মদনা ইউনিয়নের ঝাঁঝাডাঙ্গা, কামারপাড়া, বাড়াদী, নাস্তিপুর, ছোটবলদিয়া, বড়বলদিয়া। এর আগে কার্পাসডাঙ্গা ইউনিয়নের সাত গ্রামে লকডাউন ঘোষণা করা হয়।

রোববার (৬ জুন) সকাল থেকে এই গ্রামগুলোতে উপজেলা প্রশাসন সাতদিনের লকডাউন ঘোষণা করে।

বিজ্ঞাপন

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বলেন, ‘চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সীমান্তবর্তী এলাকায় হঠাৎ করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় উপজেলা প্রশাসন সাতদিনের লকডাউন ঘোষণা করেছে। ১২ জুন পর্যন্ত লকডাউন চলবে। এই সময়ে সাধারণ মানুষদের চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় চায়ের দোকানগুলো। লাল পতাকা টানিয়ে ও বাঁশ দিয়ে রাস্তা ব্যারিকেড দেওয়া হয়েছে। ওই এলাকার জনসাধারণকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভারতীয় ভ্যারিয়েন্ট যেন ছড়িয়ে না পড়ে এবং করোনার সংক্রমণ যাতে বৃদ্ধি না পায় সেজন্য আগে থেকে ব্যবস্থা নেওয়া হলো।’

দামুড়হুদা উপজেলার পারকৃঞ্চপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম বলেন, ‘সাধারণ মানুষ নিজেদের নিরাপদ রাখতে ও করোনামুক্ত থাকার জন্য লকডাউন মেনে চলছে। লকডাউনের মধ্যে অসহায় ও দুঃস্থ মানুষদের খাদ্য সহায়তা দেওয়া হবে।’

উল্লেখ্য, এর আগে গত ২ জুন কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগর, হরিরামপুর, জাহাজপোতা, পীরপুরকুল্লা, মুন্সীপুর, কুতুবপুর ও হুদাপাড়া গ্রাম লকডাউন ঘোষণা করেন উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

৯ গ্রাম চুয়াডাঙ্গা টপ নিউজ লকডাউন

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর