হেফাজতের তাণ্ডব: পুলিশের ছিনিয়ে নেওয়া অস্ত্র উদ্ধার
৭ জুন ২০২১ ০০:০৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে হেফাজতে ইসলামের তাণ্ডবের সময় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া পিস্তল-গুলি উদ্ধার করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন চট্টগ্রামের হাটহাজারীতে এ তাণ্ডব চালিয়েছিল হেফাজতের কর্মীরা।
ঘটনার প্রায় আড়াই মাসের মাথায় রোববার (৬ জুন) বিকেলে হাটহাজারী উপজেলার মিরেরহাট এলাকা থেকে ওই অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবদুল্লাহ আল মাসুম সারাবাংলাকে বিষয়টি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, রাস্তার পাশের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। এর মধ্যে একটি পিস্তল, ১৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন রয়েছে।
তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আল মাসুম।
স্বাধীনতার সুর্বণজয়ন্তীর দিন গত ২৬ মার্চ আকস্মিকভাবে হাটহাজারী থানায় আক্রমণ করে ভাঙচুর চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। স্থানীয় ভূমি অফিসেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তাণ্ডব থামাতে পুলিশের চালানো গুলিতে চারজন নিহত হন।
এসব ঘটনায় হাটহাজারী থানায় মোট ৯টি মামলা দায়ের হয়, যার মধ্যে অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগও আছে।
সারাবাংলা/আরডি/এনএস