Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় বজ্রপাতে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুন ২০২১ ১৮:৩৭

নওগাঁ: সাপাহার উপজেলায় বজ্রপাতে হোসেন আলী (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৭জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত হোসেন আলী সাপাহার উপজেলার সাহাবাজপুর গ্রামের আব্দুল মজিদ এর ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সোমবার বিকেলে হোসেন আলী বাড়ির পাশের রাস্তার ধারে একটি জাম গাছে চড়ে জাম পাড়ছিল। এমন সময় হঠাৎ বজ্রপাত ঘটলে হোসেন আলী বজ্রপাতে গাছ থেকে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হোসেন আলীকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এসএসএ

বজ্রপাতে কিশোরের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর