Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও ১২ হাজার ১১৬ বীর মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জুন ২০২১ ১৯:১৮

ঢাকা: তৃতীয় ধাপে আরও ১২ হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রকাশ করেছে সরকার। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেট নিয়মিতকরণের অংশ হিসেবে ৮ বিভাগের ৩৮৮ উপজেলার এই বীর মুক্তিযোদ্ধাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার (৭ জুন) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১২ হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধার নামের এই তালিকা তাদের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

প্রকাশিত তালিকায় ঢাকা বিভাগের ৩ হাজার ৪৫৯ জন, চট্টগ্রাম বিভাগের ২ হাজার ৩৭৪ জন, বরিশাল বিভাগের ১ হাজার ১৮০ জন, খুলনা বিভাগের ২ হাজার ২৯০ জন, ময়মনসিংহ বিভাগের ৩৩৩ জন, রাজশাহী বিভাগের ১ হাজার ৪৩৭ জন, রংপুর বিভাগের ৭৬৮ জন ও সিলেট বিভাগের ২৭৫ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।

এর আগে, গত ২৫ মার্চ  প্রথম ধাপে ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জন এবং দ্বিতীয় ধাপে গত ৯ মে ৬ হাজার ৯৮৮ জন বীর মুক্তিযোদ্ধার নামের সমন্বিত তালিকায় প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

সারাবাংলা/জেআর/টিআর

বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের তালিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর