ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টায় করোনায় দুই জনের মৃত্যু, শনাক্ত ১৮
৭ জুন ২০২১ ২০:৪২
ঠাকুরগাঁও: জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নতুন করে ১৮ জন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো এক হাজার ৭৬০ জন এবং মৃতের সংখ্যা ৪০ জন।
সোমবার (৭ জুন) ঠাকুরগাঁও জেলার সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, ঠাকুরগাঁও বক্ষব্যাধি ক্লিনিক ও সদর হাসপাতালের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। পূর্বের আক্রান্তদের মধ্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ও করোনা ডেডিকেটেড হাসাপাতালে বালিয়াডাঙ্গী উপজেলার ৫৮ বছর বয়সী একজন এবং রানীশংকৈল উপজেলা ৬৩ বছর বয়সী একজনের মৃত্যু হয়। তবে আক্রান্তরা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।
এছাড়া আক্রান্তদের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১০ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৫ জন এবং রানীশংকৈল, পীরগঞ্জ এবং হরিপুর উপজেলায় একজন করে রয়েছেন।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বলেন, জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সকলকে সরকারি নির্দেশনাবলী ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়ে চলার ব্যাপারে সতর্ক করা হচ্ছে।
সারাবাংলা/এসএসএ