Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অর্থ পাচারের তথ্য চেয়ে বিভিন্ন দেশে চিঠি দিলে জবাব মেলে না’

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুন ২০২১ ২১:৩৫ | আপডেট: ৭ জুন ২০২১ ২২:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিভিন্ন দেশে যারা অর্থ পাচার করেছে, তাদের তথ্য চেয়ে বিভিন্ন দেশে দুদকের পক্ষ থেকে চিঠি দেওয়া হলেও অধিকাংশ সময় জবাব মেলে না বা পাওয়া যায় না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।

সোমবার (৭ জুন) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় তিনি এসব কথা বলেন।

দুদক সচিব আনোয়ার হোসেন বলেন, অর্থ পাচারের তথ্য চেয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে চিঠি পাঠানো হলেও অধিকাংশ সময় জবাব পাওয়া যায় না বা জবাব মেলে না। সমস্যা হচ্ছে, কোনো দেশের সঙ্গে বাংলাদেশের এ সংক্রান্ত এগ্রিমেন্টও নেই। ফলে তারা বাধ্য নন তথ্য পাঠাতে। তারপরও মানিলন্ডারিং ইস্যুতে অনেক দেশে তথ্য চেয়েছি। তাদের আগ্রহ থাকলে মাঝে মাঝে তথ্য পাওয়া যায়।

বিজ্ঞাপন

তিনি বলেন, মানি লন্ডারিং ইস্যুতে বিভিন্ন দফতর থেকে অভিযোগ আসে আমাদের কাছে। তবে অভিযোগ সুনির্দিষ্ট না হলে আমরা গ্রহণ করতে পারি না। আবার মানি লন্ডারিংয়ের সব অভিযোগ দুদকের তফসিলভুক্ত নয়। দুদক কেবল সরকারি কর্মকর্তা ও কর্মচারী-সংশ্লিষ্ট অভিযোগগুলো অনুসন্ধান ও তদন্ত করতে পারে।

বর্তমানে মানি লন্ডারিং ইস্যুতে দুদকের মামলায় সাজার হার শতভাগ বলেও জানান দুদক সচিব।

সারাবাংলা/এসজে/টিআর

দুদক সচিব মানি লন্ডারিং মানি লন্ডারিং মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর