Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হাসপাতালে করোনা চিকিৎসায় অতিরিক্ত ব্যয় খতিয়ে দেখবে সরকার’

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ জুন ২০২১ ২৩:১৩

ঢাকা: দেশে বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসায় অতিরিক্ত ব্যয় সরকার খতিয়ে দেখবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। করোনার চিকিৎসায় নরমাল বেডে রোগীপ্রতি দৈনিক খরচ হয় ১৫ হাজার টাকা, আর আইসিইউ’তে খরচ হয় ৫০ হাজার টাকা বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (৭ জুন) রাজধানীর কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপওএস) অডিটরিয়ামে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন নিয়ে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

এ বিষয়ে জাহিদ মালেক বলেন, দেশে বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসায় অতিরিক্ত ব্যয় খতিয়ে দেখবে সরকার।

তিনি আরও বলেন, করোনার সময়ে অনেক ধরনের খরচ হয়, যার মধ্যে বাড়তি খরচও হয়। ভ্যাকসিন দেওয়া একটি খরচ, চিকিৎসা দেওয়া আরেকটি খরচ। নরমাল বেডে রোগীপ্রতি দৈনিক খরচ হয় ১৫ হাজার টাকা, আর আইসিইউ’তে খরচ হয় ৫০ হাজার টাকা। এর মধ্যে অনেক দামি ওষুধ থাকে, অনেক সময় রেমডিসিভির দিতে হয়, ভেন্টিলেটর দিতে হয় ও হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা লাগে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এছাড়াও ডাক্তারদের পিপিই ব্যবহার করতে হয়। দ্বিগুণ জনবল লাগে, অক্সিজেন লাগে। অর্থাৎ চিকিৎসার পিছনে যত ধরনের খরচ হয়, তার সবই সরকার বহন করে। আমাদের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট সবকিছু হিসাব করে এই খরচ বের করেছে।

তিনি বলেন, করোনা চিকিৎসায় অনেক অক্সিজেন লাগে। একজন নরমাল রোগীর পাঁচ লিটার অক্সিজেন লাগলে আইসিইউ’তে লাগে ৫০ লিটার।

এর আগে, গত ১ মে প্রকাশিত হেলথ ইকোনমিক্স ইউনিটের একটি সমীক্ষার ফলাফলে বলা হয়, সরকারি হাসপাতালের সাধারণ বেডে রেখে একজন করোনা রোগীর চিকিত্সার জন্য গড়ে এক লাখ ২৮ হাজার টাকা খরচ হয়। আর, রোগী আইসিইউতে গেলে চিকিৎসা ব্যয় চার লাখ আট হাজার টাকা পর্যন্ত হতে পারে।

বিজ্ঞাপন

তবে, বেসরকারি হাসপাতালে অন্যান্য স্বাস্থ্যসেবার তুলনায় করোনা চিকিত্সা ব্যয় অস্বাভাবিকভাবে বেশি বলে জানানো হয় সমীক্ষায়। ব্যয়ের মূল পার্থক্য রোগ নির্ণয় ও ওষুধের খরচের ক্ষেত্রে পাওয়া গেছে বলে জানানো হয় গবেষণায়।

গবেষণায় বলা হয়, বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে, করোনা চিকিত্সার ব্যয় সাধারণ বেডে প্রায় দুই লাখ ৪২ হাজার টাকা এবং আইসিইউতে ব্যয় প্রায় পাঁচ লাখ নয় হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।

বেসরকারি হাসপাতালে একজন করোনা রোগীর ওষুধে সবচেয়ে বেশি খরচ হয়। এটা মোট ব্যয়ের প্রায় ৩০ শতাংশ এবং সরকারি হাসপাতালের প্রায় দ্বিগুণ। রোগ নির্ণয়ের ক্ষেত্রে সরকারি হাসপাতালের চেয়ে বেসরকারি হাসপাতালে ব্যয় প্রায় সাত গুণ বেশি বলে গবেষণায় উঠে আসে।

এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট হিসাব করে যা বলেছে, তাই আমরা জানিয়েছি। তারা বলেছে, দৈনিক এসব খরচ সরকারকে দিতে হয়। এটা নিয়ে সংসদে প্রশ্নোত্তর পর্বে আলোচনা হয়েছে। সকলেই বলেছেন, স্বাস্থ্যে বরাদ্দ আরও বাড়িয়ে দেওয়া প্রয়োজন।

সারাবাংলা/এসবি/এনএস

করোনাভাইরাস খতিয়ে দেখবে সরকার চিকিৎসায় অতিরিক্ত ব্যয় টপ নিউজ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক হাসপাতালে করোনা চিকিৎসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর