কানাডার অন্টারিওতে ট্রাকচাপা দিয়ে একটি মুসলিম পরিবারকে হত্যার অভিযোগ উঠেছে। দেশটির পুলিশ বলছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
স্থানীয় সময় সোমবার (৮ জুন) এক সংবাদ সম্মেলনে অন্টারিও প্রদেশের লন্ডন শহর পুলিশের গোয়েন্দা বিভাগের সুপার পল রাইট বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ইসলামবিরোধী ঘৃণাজনিত কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ট্রাকটি সড়ক থেকে ফুটপাতে উঠে ওই চারজনকে চাপা দেয়। পুলিশ সন্দেহভাজন হামলাকারী ২০ বছর বয়সী নাথানিয়েল ভেলটম্যানকে গ্রেফতার করেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওই বার্তা সংস্থা আরও জানায়, গাড়িটি হঠাৎ করেই রাস্তা থেকে ফুটপাতে উঠে ওই পরিবারটিকে আঘাত করে। এরপর দ্রুতবেগে পালিয়ে যায়। এ ঘটনায় ওই পরিবারের নয় বছর বয়সী একটি বালক শুধু রক্ষা পেয়েছে। তাকেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।