সবচেয়ে বড় গেমিং প্লাটফর্ম মাইপ্লে চালু করলো রবি
১২ ডিসেম্বর ২০১৭ ১৮:৩৯
স্টাফ করেসপন্ডেন্ট
রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য দেশের সবচেয়ে বড় গেমিং প্লাটফর্ম মাইপ্লে চালু করলো বেসরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে গেমিং প্লাটফর্মটির উদ্বোধন করা হয়।
রবির চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ জানান, ‘২১ হাজারেরও বেশি গেম সম্বলিত পরিপূর্ণ বিনোদনমূলক এই প্যাকেজের উদ্বোধন ডিজিটাল কোম্পানি হিসেবে রবির অবস্থানকে আরো সুসংহত করবে।’
অ্যাকশন, অ্যাডভেঞ্চার, রেসিং, পাজল, আর্কেড, স্পোর্টস ও স্ট্রাটেজিসহ নানা ধরনের গেম আছে এই প্লাটফর্মটিতে। নতুন এই প্লাটফর্মের আওতায় রবি ও এয়ারটেল গ্রাহকরা অ্যাপ, ওয়াপ বা ওয়েবের মাধ্যমে গেমিং প্লাটফর্ম মাইপ্লে ব্যবহার করতে পারবে। মাইপ্লের বড় সুবিধা হলো এর মাধ্যমে অনলাইনে বা গেম ডাউনলোড করেও খেলা যাবে।
মাইপ্লে গেমসের লিংক থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোডের মাধ্যমে মাইপ্লে সাবস্ক্রাইব করতে হবে। এটি ব্যবহারের জন্য গ্রাহকদের দৈনিক ২ টাকা এবং সপ্তাহে ১০ টাকা করে দিতে হবে ।
রবির চিফ কর্পোরেট আরো জানান, ‘পরবর্তী প্রজন্মের ডিজিটাল কোম্পানি হওয়ার যাত্রায় মাইপ্লে গেমিং প্লাটফর্ম এক গুরুত্বপূর্ণ সংযোজন। রবি ও এয়ারটেল একীভূত হওয়ার পর উভয় গ্রাহকের কাছে দেশের বৃহত্তম গেমিং প্লাটফর্মে পৌঁছে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’
গ্যাক মিডিয়া (বিডি) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাবিরুল হক বলেন, ‘মাইপ্লে স্টোরের মাধ্যমে আমরা শুধু আন্তর্জাতিক টপ গেমগুলোর প্রতি দৃষ্টি দেইনি, পাশপাশি স্থানীয় গেম ডেভলপারদেরও যুক্ত করেছি।’
বাংলাদেশের গেমপ্রেমীদের সুবিধার্থে প্লাটফর্মটিতে বাংলা ভাষা ব্যবহার করা হয়েছে। সমৃদ্ধ বাংলা ভাষার গেমিং লাইব্রেরি থেকে খুব সহজেই গ্রাহকরা তার পছন্দের গেমটি খেলতে পারবেন।
সারাবাংলা/এমআই