Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেগম রোকেয়া পদকের জন্য মনোনয়ন আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জুন ২০২১ ১৬:০৪

ঢাকা: নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে  নারী জাগরণ এবং পল্লী উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচ জন বাংলাদেশি নারীকে ‘বেগম রোকেয়া পদক ২০২১ দেওয়া হবে। উল্লিখিত যেকোনো  ক্ষেত্রে অবদান রেখেছেন এমন বাংলাদেশি নারীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (৮ জুন) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সেখানে আরও বলা হয়, আবেদনপত্রের ‘ছক’  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রণালয় (www.mowca.gov.bd) এবং মহিলা বিষয়ক অধিদফতরে (www.dwa.gov.bd) পাওয়া যাবে। ওয়েবসাইটে প্রকাশিত ‘ছক’ ব্যতিত অন্য কোনো ছকের আবেদন/ মনোনয়ন গ্রহণ করা হবে না।

পদক প্রাপ্তির ক্ষেত্র উল্লেখপূর্বক আগামী ৩১ জুলাই ২০২১ তারিখের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী ই-মেইলে (sasadmn2@gmail.com) সফট কপি (Nikosh-ফন্টে) এবং ডাকযোগে হার্ড কপি সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর পাঠাতে হবে।

সারাবাংলা/জেআর/এমও

বেগম রোকেয়া পদক

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর