চুরি-ছিনতাইয়ের মোবাইল প্রকাশ্যে বিক্রি, গ্রেফতার ৬
৮ জুন ২০২১ ২২:১২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে চুরি-ছিনতাই করা মোবাইল বিক্রির সঙ্গে জড়িত ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৪৫টি মোবাইল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার ছয়জন সংঘবদ্ধ চক্রের সদস্য, তারা চুরি-ছিনতাই করা মোবাইল প্রকাশ্যে বিক্রি করে। শহরজুড়ে চুরি-ডাকাতি-ছিনতাইয়ে জড়িত প্রায় সব গ্রুপের সঙ্গে তাদের সম্পৃক্ততা আছে।
নগরীর কোতোয়ালি থানার নতুন স্টেশন এলাকা থেকে সোমবার (৭ জুন) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতার ছয় জন হলেন—মো. সুমন (২৯), সাখাওয়াৎ হোসেন (৪০), মো. রাসেল (২৬), রফিকুল ইসলাম (৩৩), মো. শাহ আলম (৩০) ও মো. মাসুম (৩২)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, ফুটপাতে প্রকাশ্যে মোবাইল বিক্রির জন্য অপেক্ষমাণ ছিলেন গ্রেফতার ছয় জন। পুলিশ আকস্মিক অভিযান চালিয়ে তাদের ধরে ফেলে। পরে তাদের ব্যাগ তল্লাশি করে সুমনের কাছ থেকে ১১টি, সাখাওয়াতের কাছে ১৩টি, রফিকুলের কাছ থেকে ৭টি, শাহ আলমের কাছ থেকে পাঁচটি ও মাসুমের কাছ থেকে দুইটি মোবাইল উদ্ধার করা হয়।
তিনি বলেন, রেলস্টেশনের সামনে ফুটপাতে একসময় প্রকাশ্য অস্থায়ী দোকান খুলে তারা মোবাইল সেট বিক্রি করত। সব মোবাইল সেটই কিন্তু চুরি-ছিনতাই করা। তাদের সঙ্গে নগরীতে সক্রিয় চোর-ছিনতাইকারী সব গ্রুপের যোগাযোগ আছে। চুরি-ছিনতাই করা মোবাইল তারা কিনে এবং বিক্রি করে। এসব মোবাইল সেটের কোনো কাগজপত্র নেই। কিছুটা কম দামে তারা সেগুলো বিক্রি করে। আমরা কয়েকমাস আগে অভিযান চালিয়ে সব দোকান গুঁড়িয়ে দিয়েছিলাম। কিন্তু সম্প্রতি তারা একই জায়গায় ফুটপাতে আবারও প্রকাশ্যে বিক্রি শুরু করেছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা আছে।’
যেসব চোর-ছিনতাইকারী গ্রুপের কাছ থেকে তারা মোবাইল সেট কেনেন, তাদের তথ্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কৌশলে এড়িয়ে গেছে বলে জানান ওসি নেজাম।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। চোর-ছিনতাইকারী গ্রুপের তথ্য পেতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।
সারাবাংলা/আরডি/এসএসএ