Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হল-মার্কের জেসমিনের জামিন প্রশ্নে রুল শুনানি ৭ জুলাই

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুন ২০২১ ১৯:৫৩

ঢাকা: ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য আগামী ৭ জুলাই দিন ঠিক করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১০ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই দিন ঠিক করেন।

আদালতে জেসমিন ইসলামের পক্ষে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

পরে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হাইকোর্ট বিভাগ চলতি ২০১৯ সালের ১০ মার্চ তাকে রুল মঞ্জুর করে জামিন দেন। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে।

একই বছরের ১৬ জুন আপিল বিভাগ জেসমিন ইসলামের জামিন বাতিল করে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। এরপর তিনি আত্মসমর্পণ করেন।

পরবর্তী সময়ে হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত রুল জারি করেন। বৃহস্পতিবার সেই রুলের শুনানির জন্য ৭ জুলাই দিন ঠিক করেন হাইকোর্ট।

সারাবাংলা/কেআইএফ/একে

এলসি জেসমিন ইসলাম হল-মার্ক

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর