Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর করোনা সহায়তা তহবিলে ওয়ালটনের ৩ কোটি টাকা

সারাবাংলা ডেস্ক
১০ জুন ২০২১ ২০:৪১

প্রধানমন্ত্রীর করোনাভাইরাস সহায়তা তহবিলে তিন কোটি টাকার আর্থিক অনুদান দিয়েছে ওয়ালটন। এর আগে গত বছরও করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছিল দেশীয় এই টেক জায়ান্ট।

ওয়ালটন থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১০ জুন) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চেক হস্তান্তর করেছে ওয়ালটন কর্তৃপক্ষ। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে তার মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস চেক গ্রহণ করেন।

ওয়ালটনের পক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে তিন কোটি টাকার চেক হস্তান্তর করেন ওয়ালটন হাইটেক ইন্ডস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মুর্শেদ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী ও ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর জাহিদুল ইসলাম।

অনুদানের চেক গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান দেওয়ায় ওয়ালটনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস।

সারাবাংলা/টিআর

অনুদান ওয়ালটন করোনা সহায়তা তহবিল প্রধানমন্ত্রীর তহবিল


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর