Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক নারী পাচার চক্রের সদস্য আকবর রিমান্ডে

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জুন ২০২১ ২০:৫৭

ঢাকা: ভারতে নারী পাচার করার অভিযোগে দায়ের করা মামলায় আন্তর্জাতিক নারী পাচার চক্রের সদস্য আকবর আলীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট শাহিনুর রহমান এ রিমান্ডের আদেশ দেন।

এ দিন মামলাটির তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার পরিদর্শক মহিউদ্দিন ফারুক আসামি আকবর আলীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রিমান্ডের এ আদেশ দেন।

সম্প্রতি ভারত থেকে নির্যাতন ও বন্দিদশা থেকে পালিয়ে দেশে ফিরে রাজধানীর হাতিরঝিল থানায় গত ১ জুন মামলা দায়ের করেছিলেন ওই তরুণী। মামলায় মোট ১২ জনকে আসামি করা হয়েছে।

তারা হলেন রিফাদুল ইসলাম হৃদয়, আনিস, আবদুল কাদের, মেহেদী হাসান বাবু, মহিউদ্দিন, হারুন, বকুল ওরফে ছোট খোকন, সবুজ, রুবেল ওরফে রাহুল, সোনিয়া, আকিল ও ডালিম

গত ৮ জুন নারী পাচার চক্রের অন্যতম মূল হোতা আশরাফুল মণ্ডল ওরফে বস রাফিসহ এবং আব্দুর রহমান শেখ ওরফে আরমান আদালতে জবানবন্দি দিয়েছিলেন।

সারাবাংলা/এআই/একে

আকবর আলী নারী পাচার


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর